সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালুর দাবীতে সংবাদ সম্মেলন

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালুর দাবী জানিয়েছেন জকিগঞ্জ যাত্রী কল্যাণ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। রোববার জকিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এ দাবীর কথা তুলে ধরেন।
সংগঠনের আহবায়ক কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে সদস্য সচিব এম আজমল হোসেন লিখিত বক্তব্য রাখেন। ভাড়া নৈরাজ্য থামিয়ে জকিগঞ্জের তিনটি সড়কে সরকার নির্ধারিত ভাড়া নেয়া, যাত্রী হয়রানি বন্ধ ও বিআরসটিসি বাস চালুর দাবী জানানো হয়। প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
নবীনতর পূর্বতন