জকিগঞ্জ যাত্রীকল্যাণ ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বাদ আসর শাহগলী বাসস্টেন্ডে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জকিগঞ্জ যাত্রীকল্যাণ ঐক্য পরিষদের আহবায়ক মাও. কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আল-ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পরিষদের সদস্য সচিব ও উপজেলা আ'লীগের তথ্য গবেষণা সম্পাদক আজমল হোসেইন, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মাও. মখলিছুর রহমান, পৌর জাতীয়পার্টির সভাপতি বুরহান উদ্দীন মুক্তা, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মাও. কে.এম মামুন, আল-ইসলাহ নেতা মাও. আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাইয়্যুম, উপজেলা বিএনপি নেতা মাছুম আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাজেদ আহমদ, শাহগলী আদর্শ বিদ্যানিকেতনের পিন্সিপাল সাইফুর রহমান, ছাত্রলীগ নেতা পারভেজ আহমদ প্রমুখ।
সভায় বক্তারা যাত্রীদের অতিরিক্ত ভাড়া না দিতে আহবান জানান, পাশাপাশি প্রসাশনকে ন্যায্য ভাড়া নির্ধারণ করার ও সিলেট-জকিগঞ্জ রোডে বিআরটিসি বাস চালুর জোর দাবী জানান।