শনিবার বাদ জোহর জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা হলে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল।
কেন্দ্রীয় আল-ইসলাহ নেতা অধ্যক্ষ মাও. নূরুল ইসলামের সভাপতিত্বে ও জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সাধারণ সম্পাদক মাও. কুতবুল আলম ও সহ-সাংগঠনিক সম্পাদক মাও. জুবায়ের আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সভাপতি ও সৎপুর দারুল হাদীস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবু জাফর মোঃ নোমান। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক মাও. সালেহ আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুর রউফ।
কাউন্সিলে বর্তমান সভাপতি মাও. ফজলুর রহমান চৌধুরী শিংগাইরকুড়ীকে পুনঃরায় সভাপতি ও মাও. কুতবুল আলমকে পুনঃরায় সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি পরিষদ গঠন করা হয়। পরিষদের অন্যান্য দায়িত্বশীলরা হলেন সিনিয়র সহ-সভাপতি মাও. মোস্তাক আহমদ চৌধুরী, সহ-সভাপতি মাও. আব্দুল জব্বার, এম এ রশীদ বাহাদুর, মাও. শিহাবুর রহমান চৌধুরী, মাও. এমাদ উদ্দীন, মাও. হারুনুর রশীদ, মাও. ফারুক আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাও. ফদ্বলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল বাছিত, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাও. জামিল আহমদ, সহ-প্রচার সম্পাদক মাও. ময়নুল হক, অর্থ সম্পাদক মাও. শাহেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাস্টার আব্দুল খালিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাও. কায়েস মাহমুদ চৌধুরী শিপার, পাঠাগার সম্পাদক মাও. নজমুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাও. শাহীন আহমদ, অফিস সম্পাদক মাও. আব্দুল হালিম লিমন। সদস্য হাফিজ হাবিবুর রহমান, মো. আলাউদ্দীন, মাও. হাবিবুর রহমান হালিম, মাও. মাছুম আহমদ খান ও মাও. ফয়েজ আহমদ প্রমুখ।
এর আগে উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাও. মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও জকিগঞ্জ সদর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ আলী হুসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি এম এ রশিদ বাহাদুর, প্রভাষক মাও. ফারুক আহমদ, তালামীযের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষনা সম্পাদক মাও. আব্দুল বাছিত, সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির জেলা সভাপতি মাস্টার আব্দুল খালিক, সুলতানপুর ইউনিয়নের সহ-সভাপতি ডা. ফরুক আহমদ।
কাউন্সিলে জকিগঞ্জের সকল ইউনিয়ন ও আঞ্চলিক শাখার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।