হাজী তৈয়ব আলী দাখিল মাদ্রাসার সুপার পদে মাওলানা জামিল আহমদের যোগদান

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জের হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসার সুপার পদে নিয়োগ পেয়েছেন আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার হাফিজ মাওলানা মোহাম্মদ জামিল আহমদ। তিনি গত ১৬ অক্টোবর শুক্রবার সিলেট গ্রামার স্কুলে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। 

গত ১ নভেম্বর সোমবার মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিক সাইফুদ্দীন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসার দায়িত্বভার গ্রহন করেন।

জকিগঞ্জের  ইলাবাজ গ্রামের এক সম্ভ্রান্ত ধার্মিক পরিবারের সন্তান হাফিজ মাওলানা জামিল আহমদ। তার পিতা ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।  তিনি বিয়ানীবাজার উপজেলার ইমামবাড়ী মাদ্রাসা থেকে পবিত্র কুরআন হিফজ করেন। পরবর্তিতে ঐতিহ্যবাহী জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে ১ম বিভাগে দাখিল, আলিম ও ফাজিল পাশ করেন। বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসা থেকে হাদীস বিভাগে ১ম বিভাগে কামিল পাশ করেন। পরে আবারও ইসলামি বিশ্ববিদ্যালয় কুস্টিয়া এর অধীনে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা থেকে ফাজিল স্নাতক এবং আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে কামিল স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

আল-কুরআন মেমোরাইজিং সেন্টার ও ফুলতলী প্রি-ক্যাডেট একাডেমীতে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করে মুনশীপাড়া দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী মৌলভী পদে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেন। ২০১৭ সাল থেকে আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসায় সহ-সুপার হিসেবে কর্মরত ছিলেন।
নবীনতর পূর্বতন