সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর জরুরী তলবী সভা ও এজিএম-২০২১ গত ১৪/০৮/২০২১ শনিবার পূর্ব লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত হয় ৷ সংগঠনের সহ সভাপতি মো. আব্দুল আউয়াল হেলাল এর সভাপতিত্বে ও সহ সভাপতি মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ এর পরিচালনায় পবিত্র কুরআন থেকে তেলাওত করেন কারী আব্দুল মজিদ । সহ সভাপতি কমর উদ্দিন চৌধুরী পাপলু এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা শিহাব উদ্দিন , সাবেক সভাপতি হারুনুর রশীদ , মসিউর রহমান শাহীন, সহ সভাপতি শামীম শাহান, সেলিম আহমেদ তাপাদার, সাবেক সহ সম্পাদক মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, কোষাধ্যক্ষ মাওলানা মোছলেহ উদ্দিন, যুগ্ম সম্পাদক এ কে এম মাছুম , সহ সম্পাদক হাসনাত চৌধুরী, আব্দুল হাফিজ বকুল প্রমূখ । বক্তাগণ সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে বলেন , সংগঠনের জন্ম লগ্ন থেকে খুবই সুন্দর ভাবে কার্যক্রম করে যাচ্ছে । এই জরুরী তলবী সভার কারণ ব্যাখা করে বলেন, আমাদের সংগঠনের কার্যকরী কমিটির অধিকাংশ সদস্যেবৃন্দের অনুরোধ সত্তে ও সভাপতি সাহেব ও সাধারণ সম্পাদক সাহেব কমিটির সভা আহবান না করায় এই তলবী সভার আয়োজন করা হয়ছে । ঐক্য প্রক্রিয়া প্রসঙ্গে বলেন , কার্যকরী কমিটিকে পাশ কাটিয়ে কমিটির কয়েক জন ব্যাক্তি গিয়ে অপরস সাথে ঐক্য হয়ছেন, সংগঠনের ঐক্য হয় নাই ৷ তাই ঐক্য প্রক্রিয়ার বিভিন্ন খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি আহবান জানান ৷ আরও বলেন , আমরা সব সময় ঐক্যের পক্ষে ছিলাম, আছি ও থাকব ৷ বিপুল সংখক জকিগঞ্জ বাসীর উপস্তিতিতে উক্ত সভার শেষে সভার সভাপতি সাহেব সবাইকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের বিগত ২০১৯—২০২১ ইংরেজীর কার্যকরী কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন ।
দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার বৃন্দের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার জনাব মাওলানা শিহাব উদ্দিন সংগঠনের নতুন কার্যকরী কমিটি ২০২১-২০২৩ ইংরেজী এর ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষনা করেন।
কার্যকরী কমিটির সদস্যবৃন্দ হলেন-
১৷ সভাপতি- মোঃ হারুনুর রশীদ
২৷ সহ সভাপতি- কমর উদ্দিন চৌধুরী পাপলু
৩৷ সহ সভাপতি- মো. আব্দুল আউয়াল হেলাল
৪৷ সহ সভাপতি- শামীম শাহান
৫৷ সহ সভাপতি- সেলিম আহমদ তাপাদার
৬৷ সহ সভাপতি- মাওলানা ফরিদ আহমদ চৌধুরী
৭। সহ সভাপতি- মাওলানা আব্দুল ওয়াহিদ শাহীন
৮। সাধারণ সম্পাদক – মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ
৯৷ যুগ্ম সাধারণ সম্পাদক- এ কে এম মাছুম
১০৷ সহ সাধারণ সম্পাদক- হাসনাত চৌধুরী
১১। সহ সাধারণ সম্পাদক- আলতাফ হোসেন
১২। কোষাধ্যক্ষ- মাওলানা মোছলেহ উদ্দিন
১৩। সহ কোষাধ্যক্ষ- ফুরকান মোঃ মাহমুদুল হাসান রাসেল
১৪। সাংগঠনিক সম্পাদক- মোঃ শাহনেওয়াজ বদরুল
১৫। সাংগঠনিক সম্পাদক- দেলওয়ার হোসেন
১৬। সাংগঠনিক সম্পাদক- মোঃ কামরুল আজিজ
১৭। ৷ সাংগঠনিক সম্পাদক- শামীম আহমদ চৌধুরী
১৮। সাংগঠনিক সম্পাদক- মোঃ ময়নুল হক
১৯। প্রচার সম্পাদক- ছাইদুর রহমান শাহেদ
২০। সহ প্রচার সম্পাদক- মুর্শেদ চৌধুরী
২১। প্রকাশনা সম্পাদক- মোঃ আব্দুল বাতিন
২২। সদস্য সম্পাদক- নাছির উদ্দীন চৌধুরী
২৩। সমাজ সেবা সম্পাদক- মোঃ এবাদ উদ্দিন
২৪। ধর্ম সম্পাদক- মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী
২৫। শিক্ষা সম্পাদক- ফয়ছল আহমদ
২৬। ক্রীড়া সম্পাদক- মোঃ দেলওয়ার লস্কর দিনার
২৭। সাংস্কৃতিক সম্পাদক- মোঃ আব্দুল মজিদ
২৮। মহিলা সম্পাদিকা- তানজিনা বেগম চৌধুরী
২৯। ছাত্র বিষয়ক সম্পাদক- মোঃ শাহরিয়ার লস্কর
৩০। আন্তর্জাতিক সম্পাদক- শাহাব উদ্দিন লস্কর
৩১। সহ আন্তর্জাতিক সম্পাদক- শাহরুল আমিন চৌধুরী
৩২৷ দপ্তর সম্পাদক- নজরুল ইসলাম
৩৩৷ সহ দপ্তর সম্পাদক- এনাম আহমদ
৩৪। নির্বাহী সদস্য- মাওলানা মোঃ আব্দুর রব
৩৫। নির্বাহী সদস্য- মসিউর রহমান শাহীন
৩৬। নির্বাহী সদস্য- কাজী হায়দার খালিক বাদল
৩৭। নির্বাহী সদস্য- আব্দুল লতিফ লছনু
পরিশেষে দোয়ার মাধ্যমে সভা সমাপ্ত হয় ৷