ছড়াকার সলিম চৌধুরী সম্পাদিত ‘ফুলতলী ছাব বাড়ি’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
অন-লাইনের পরিচিত মুখ, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সাবেক সভাপতি ছড়াকার সলিম আহমদ চৌধুরীর সম্পাদনায় সিলেটি ভাষায় মাতখথা ফেসবুক গ্রুপের উদ্যোগে ২১ আগষ্ট শনিবার বাদ আসর জকিগঞ্জ ইখওয়ান সেন্টারে ‘ফুলতলী ছাব বাড়ি’ নামক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়। 

প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ইমাদ উদ্দিন গোটারগ্রামী, জকিগঞ্জ পৌর আল ইসলাহের সভাপতি মাও. কাজী হিফজুর রাহমান, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার ইবতেদায়ী প্রধান মাওলানা মুহাম্মাদ ফদ্বলুর রাহমান মানিকপুরী,  সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, জকিগঞ্জ এসোসিয়েশনের সভাপতি মাওলানা আব্দুল বাছিত চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহের নির্বাহী সদস্য মাওলানা মঈনুল হক, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি আবু ছায়িদ মুহাম্মাদ আশিক, জকিগঞ্জ পৌর শাখার সভাপতি মোহাম্মাদ হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, সিলেটি ভাষায় মাতখথা গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন সলিম চৌধুরী এবং অত্র গ্রন্থের প্রকাশক রাযীন বিন সলিম চৌধুরী সহ প্রমূখ।

এ সময় গ্রন্থের সম্পাদক সলিম চৌধুরী বলেন, আমাদের সিলেটি ভাষা কোন আঞ্চলিক ভাষা নয়, বরং একটি স্বতন্ত্র সমৃদ্ধশালী পৃথক একটি ভাষা। পৃথিবীর অনেক ভাষারই নিজস্ব বর্ণমালা নেই, যা অন্য ভাষার হরফে লেখা হয়ে থাকে। কিন্তু আমাদের সিলেটি নাগরি ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে। এই ভাষা আমাদের গৌরব, আমাদের অহংকার। সিলেটি ভাষায় কথা বলতে ও সাহিত্য চর্চায় আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি। এই ভাষা যাতে হারিয়ে না যায় সেজন্য প্রত্যেকে নিজ নিজ উদ্যোগে এর চর্চা অব্যাহত রাখা একান্ত প্রয়োজন। 
নবীনতর পূর্বতন