জকিগঞ্জে গরীব অসহায় রোগীদের জন্য ফ্রি এ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা চালু

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
গরীব অসহায় করোনা রোগীদের ফ্রি এম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, প্রয়োজনীয় ঔষধ প্রদান, হাসপাতালে রোগী ভর্তিতে সহযোগিতা, ভ্যাক্সিন গ্রহণে জনগণকে উৎসাহিত করা, ভ্যাক্সিন রেজিষ্ট্রেশনে সহযোগিতা ও স্বচ্ছল রোগীদের ন্যায্য মূল্যে প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্য নিয়ে গতকাল শনিবার দুপুরে জকিগঞ্জ সেবা সেন্টারের উদ্বোধন করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে সিলেট হেলথ এডুকেশন এ্যান্ড ডেভেলপমেন্ট ট্রান্স  (শেইড) পরিচালিত সেবা সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। সংগঠক খায়রুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেইডের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মনতাছির আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হাজি খলিল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম, শেইডের এমডি মাও. দেলোয়ার হোসেন, মাও. মখলিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব আহমদ, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইমাম উদ্দিন প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন মাও. আব্দুল মুছব্বির ।

নবীনতর পূর্বতন