জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

পেশাগত দায়িত্ব পালন, সাংবাদিকদের কল্যাণ সাধন, বস্তুনিষ্ঠতা, সততা এবং সংবাদকর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নামে নতুন একটি পেশাজীবি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় সিলেটের একটি কনফারেন্স হলে প্রেস কনফারেন্সের মাধ্যমে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা করা হয়।

কমিটি ঘোষনা করেন জকিগঞ্জের কৃতিসন্তান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ফুড এন্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিয়া সুলতানা চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট ছালেহ আহমদ ও সমাজসেবী সুয়েব আহমদ লস্কর।

সীমান্ত বাংলাদেশ টিভি এসবিডি টিভির সম্পাদক এটিএম ফয়সলকে সভাপতি ও সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক ও দৈনিক পুণ্যভূমির জকিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমদকে সাধারন সম্পাদক করে ৯ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান (দৈনিক ভোরের কাগজ), সহ-সাধারণ সম্পাদক সুজিত দাস (সীমান্ত বাংলাদেশ), কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান (দৈনিক স্বাধীন বাংলা), নির্বাহী সদস্য- সৈয়দ আসলাম হোসেন,  সুমন আহমদ (দৈনিক জৈন্তাবার্তা), রোমানা বেগম ও হোসাইন আহমদ প্রমুখ।
নবীনতর পূর্বতন