পেশাগত দায়িত্ব পালন, সাংবাদিকদের কল্যাণ সাধন, বস্তুনিষ্ঠতা, সততা এবং সংবাদকর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব নামে নতুন একটি পেশাজীবি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৯ মার্চ) সন্ধ্যায় সিলেটের একটি কনফারেন্স হলে প্রেস কনফারেন্সের মাধ্যমে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা করা হয়।
কমিটি ঘোষনা করেন জকিগঞ্জের কৃতিসন্তান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ফুড এন্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. রাজিয়া সুলতানা চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন এ্যাডভোকেট ছালেহ আহমদ ও সমাজসেবী সুয়েব আহমদ লস্কর।
সীমান্ত বাংলাদেশ টিভি এসবিডি টিভির সম্পাদক এটিএম ফয়সলকে সভাপতি ও সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক ও দৈনিক পুণ্যভূমির জকিগঞ্জ প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমদকে সাধারন সম্পাদক করে ৯ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হাসান (দৈনিক ভোরের কাগজ), সহ-সাধারণ সম্পাদক সুজিত দাস (সীমান্ত বাংলাদেশ), কোষাধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান (দৈনিক স্বাধীন বাংলা), নির্বাহী সদস্য- সৈয়দ আসলাম হোসেন, সুমন আহমদ (দৈনিক জৈন্তাবার্তা), রোমানা বেগম ও হোসাইন আহমদ প্রমুখ।