জকিগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে করোনার টিকাদান কর্মসূচি

সাপ্তাহিক সবুজ প্রান্ত  :::
জকিগঞ্জে আজ থেকে শুরু হচ্ছে করোনার টিকাদান কর্মসূচি। জকিগঞ্জবাসীকে টিকাদানে উৎসাহ ও অভয় দিতে প্রথম টিকা নিবেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী।

তিনি জানান, জকিগঞ্জে ১৩ হাজার ৮শ ডোজ টিকা পৌঁছেছে। প্রতিজন দুই ডোজ করে টিকা পাবেন। প্রথম পর্যায়ে  প্রায় ৬ হাজার ৪শ জনকে টিকা দেয়া যাবে। প্রথম দিন চিকিৎসক, নার্স, অফিসারসহ
২৫ জনকে টিকা দেয়া হবে। প্রথম ডোজের ২৮ দিন পরে দ্বিতীয় ডোজ দেয়া হবে। যারা টিকা পেতে আগ্রহী তাদেরক অনলাইনে www.surokkha.gov.bd ওয়েব সাইট ঢোকে আবেদন করতে হবে।

নবীনতর পূর্বতন