সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫ মেয়র প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে কোনো প্রার্থী জামানত হারাবেন। জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে ভোট পড়েছে ৯৭৪০টি। সে হিসেবে জামানত রক্ষা করতে ভোট দরকার ১২১৭টি।
জকিগঞ্জে জামানত হারানো প্রার্থীরা হলেন আ'লীগ মনোনীত নৌকা মার্কার প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা হাজী খলিল উদ্দিন। তিনি পেয়েছেন৬৬৯ ভোট।
বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রতিনিধি সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র ইকবাল আহমদ তাপাদার। তিনি পেয়েছেন ৬০৭ ভোট।
জাতীয়পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রতিনিধি সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক। তিনি পেয়েছেন ৭৫৯ ভোট।
বিএনপির বিদ্রোহীপ্রার্থী চামচ মার্কার প্রতিনিধি এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা। তিনি পেয়েছেন ১৮৫ ভোট।
সোনার বাংলা সমিতির সভাপতি হ্যাঙ্গার মার্কার প্রতিনিধি মোঃ জাফরুল ইসলাম। তিনি পেয়েছেন ১১৫৭ ভোট।
তবে সবচেয়ে আলোচিত ছিল দলীয় প্রতিক নৌকা, লাঙ্গল ও ধানের শীষ নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করে জামানত হারিয়ে যথাক্রমের ৫ম, ৬ষ্ট ও ৭ম স্থান অর্জন করেছেন সাবেক মেয়র আব্দুল মালেক ফারুক, হাজী খলিল উদ্দীন ও ইকবাল আহমদ তাপাদার। এর মধ্যে 'টক অব দ্যা জকিগঞ্জ' হচ্ছে সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদের ভূমিদস পরাজয়। যা জকিগঞ্জের ইতিহাসে নজীরবিহীন হয়ে থাকবে।