৭ মাসে হাফিজে কুরআন হয়ে বিরল নজীর স্থাপন করল জকিগঞ্জের মেয়ে আবিদা

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
মাত্র সাত মাসের প্রচেষ্টায় পবিত্র কুরআন মজীদ হিফজ সম্পন্ন করে বিরল নজীর স্থাপন করল মেধাবী কন্যা আবিদা আক্তার। সে জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের লিয়াকতপুর গ্রামের কবির আহমদ ও রুমানা বেগমের বড় মেয়ে।

২০১৮ সালে স্থানীয় লিয়াকতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ব্যবসায়ী পিতার একান্ত ইচ্ছায় সিলেটের একটি মহিলা আবাসিক হিফজ মাদরাসায় তাকে ভর্তি করা হয়।

সেখানে ৩/৪ মাস অবস্থান করার পর সে বাড়িতে চলে আসে। অদম্য মেধাবী আবিদা তার পিতাকে জানায় যে, সে বাড়িতে পড়ে বেশি হিফজ করতে পারবে। এক পর্যায়ে ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে স্থানীয় বীরশ্রী কুতুবিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ জিয়াউর রহমান এর তত্ত্বাবধানে বাড়িতে নিজ উদ্যোগে শুরু হয় তার প্রচেষ্টা। মাত্র সাত মাসের মাথায় গত ২০ এপ্রিল ২০২০ পবিত্র কুরআন শরীফের হিফজ সম্পন্ন করে এই মেধাবী বালিকা।

বর্তমানে তার বয়স সাড়ে ১১ বছর। মেয়ের এই কৃতিত্বে পিতা কবির আহমদ তাঁর আশা পূর্ণ হওয়ায় মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন এবং মেয়ের জন্য সকলের দোআ কামনা করেন।

হিফজের শিক্ষক হাফিজ জিয়াউর রহমান অদম্য মেধাবী ও কঠোর পরিশ্রমী এই মেয়ের প্রখর স্মৃতিশক্তি ও প্রবল আগ্রহের প্রশংসা করেন এবং তার পিতা মাতার অবদানকে উল্লেখ করেন।

হাফিজে কুরআন আবিদা আক্তার বর্তমানে সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদরাসার সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত। সে ভবিষ্যতে কুরআন-হাদিসে উচ্চ শিক্ষা নিতে আগ্রহী।

নবীনতর পূর্বতন