জকিগঞ্জে করোনা দূর্যোগে অনন্য নজির গড়ল সোনার বাংলা সমিতি

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জের আর্থ-সামাজিক উন্নয়নে সবসময় ভুমিকা রেখে আসা সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি বরাবরের মতো করোনা ভাইরাসের কারনে সৃষ্ট সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লকডাউনের কারনে অনেক মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ে। টিক এই সময়ে এসব পরিবারের পাশে দাড়ায় সোনার বাংলা সমিতি। সাথে সাথে জরুরী সেবা প্রদানের জন্য সোনার বাংলা বহুমূখী সমবায় সমিতি একটি হেল্পডেস্ক খুলে ঘরবন্দী অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দেয়ার পদক্ষেপ নেয়। এ পদক্ষেপের পর থেকে ঘরবন্দী মানুষ প্রতিদিন হটলাইন নাম্বারে কল দিয়ে বাড়িতে বসেই সম্পূন্ন ফ্রীতে জরুরী খাদ্যসামগ্রী গ্রহন করছে।

লকডাউনের শুরু থেকে একাধিকবার সমাজিক দূরুত্ব বজায় রেখে সোনার বাংলা সেন্টারে অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, আলু, মাস্ক সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে। এ সময় জকিগঞ্জ সার্কেলের এএসপি সুদীপ্ত রায়, থানার ওসি মীর নাসের, পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দীন, উপজেলা আ'লীগ সেক্রটারী মোস্তাকিম হায়দার, স্থানীয় কাউন্সিলর দেলোয়ার হুসেন নজরুল সহ গণ্যমান্য অতিথিবৃন্দ সোনার বাংলার এসব কাজের ভূয়শী প্রশংসা করেন।

এখন পর্যন্ত হাজারো পরিবারকে নগদ টাকা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে সহযোগীতা করা হয়েছে। চলমান পরিস্থিতিতে প্রতিদিনই সোনার বাংলা টিম ৫/৬ টি মটরসাইকেলে করে পৌরসভা থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে খাদ্যসামগ্রী সরবরাহ করছে। পাশাপাশি রোগী সেবার জন্য তাদের এ্যাম্বুলেন্স সেবাটিও চলমান আছে।

সমিতির তরফ থেকে জানা যায় করোনা দূর্যোগে সোনার বাংলা সমিতি তার সেবা প্রদান কর্মসূচী অব্যাহত রাখবে। আসন্ন রামাদান মাসেও প্রতিবছরের ন্যায় এবারও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরন করা হবে।

দুঃসময়ে সোনার বাংলা সমিতির এসব কার্যক্রম সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জের জন্য এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

নবীনতর পূর্বতন