সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
করোনা ভাইরাস নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে আগামীকাল সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোদি দোকান, ফার্মেসী ও রেস্টুরেন্ট ছাড়া জকিগঞ্জের সকল দোকানপাট সন্ধ্যা ৬ টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ। এই নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে জানিয়ে আজ রাতে জকিগঞ্জ বাজারে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।
দিনের বেলায় খোলা রাখা দোকানপাটে কোনো টেলিভিশন চালু রাখা যাবে না, এবং রেস্টুরেন্টে মানুষজন যাতে বসে না খেয়ে বাড়ীতে গিয়ে খায়, সে ব্যাপারে উৎসাহিত করার জন্য বলেছেন। প্রয়োজনে প্যাকেট ডেলিভারির ব্যাবস্থা রাখার অনুরোদ জানিয়েছেন তিনি।
এর আগে প্রশাসনের পক্ষ থেকে বিদেশ থেকে আসা প্রবাসীদের কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছিল। সেই সাথে সকল প্রকার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।