জকিগঞ্জে করোনা ভাইরাসের বিষয়ে সতর্কতায় রয়েছে কর্তৃপক্ষ : শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জ উপজেলায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জকিগঞ্জ কাস্টমস স্থলবন্দর দিয়ে আসা প্রত্যেক যাত্রীদের নিয়মিত এমবিবিএস ডাক্তার দ্বারা সার্বক্ষণিক পরীক্ষা- নিরিক্ষা করা হচ্ছে। তাছাড়া জকিগঞ্জ সরকারি হাসপাতালে মহিলা ও পুরুষের জন্য পৃথক পৃথক আইসোলেশন ইউনিট (১০ সিট) গঠন করা হয়েছে।

হাসপাতালের অন্তঃবিভাগ ও বহিঃবিভাগে করোনা ভাইরাস রোগীদের সনাক্ত করনে সতর্কতায় রয়েছে হাসপাতাল কতৃপক্ষ। হোম কোয়ারাইন্টানের জন্য রয়েছে তথ্য সরবরাহ। এছাড়া গত শুক্রবার উপজেলার মসজিদে মসজিদে করোনা থেকে হেফাজত থাকার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে আগামীকাল থেকে সারাদেশের ন্যায় জকিগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

নবীনতর পূর্বতন