জকিগঞ্জে নিত্য প্রয়োজনীয় জিনিষের দাম বৃদ্ধির আশংকা : মাঠে নামছে প্রশাসন

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জসহ দেশের কোথাও কোনো ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের সংকট নেই। সব ধরনের পণ্যের পর্যাপ্ত মজুদ দেশে রয়েছে। খোদ বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিই এমন তথ্য জানিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে। কিন্তু একটি অসাধু চক্র করোনা ভাইরাসের অজুহাতে জকিগঞ্জের দু-একটি জায়গায় বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি করেছে। ব্যবসায়ীদের এই অসাধু চক্রটি পণ্য সংকটের অজুহাত দিয়ে ঢালাওভাবে মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে। গতকাল পর্যন্তও পেয়াজের কেজি ছিল ৪০/৫০ টাকা। কিন্তু আজ জকিগঞ্জ বাজারে পেয়াজ বিক্রি হচ্ছে ৭০/৮০ টাকা।

এসব অসাধু ব্যবসায়ী চক্রকে রুখতে আজ সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহের নেতৃত্বে মাঠে নামছে প্রশাসন। তাদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কেউ অহেতুক পণ্যের দাম বাড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। যারা পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াবেন, তাদেরকে বিপদেই পড়তে হবে- এমন আভাস মিলেছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানিতে কোনো প্রভাব পড়েনি। দেশে ২৫ থেকে ৩০ শতাংশ পণ্য বেশি রয়েছে। ফলে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

নবীনতর পূর্বতন