সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
করোনা ভাইরাস জনিত দূর্যোগকালিন সময়ে ঘরবন্দী মানুষদের পাশে দাড়িয়েছে সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি। মঙ্গলবার দুপুরে সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির অফিস প্রাঙ্গনে সোনার বাংলা বহমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ জাফরুল ইসলামের সভাপতিত্বে ও সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় দূর্যোগকবলিত মানুষের মধ্যে চাল, ডাল, আলু সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম আলী হায়দার, জকিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হুসেন নজরুল, সাংবাদিক এনামুল হক মুন্না এবং সমিতির উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
এ ছাড়া আজ থেকে প্রতিদিন জকিগঞ্জ পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ট্রাকে করে প্রতি পরিবারে ৫ কেজি করে ন্যায্যমূল্যে মিনিকেট চাল বিক্রয় করা হবে।
এ সময় নেতৃবৃন্দ সবাইকে সরকার কর্তৃক নীতিমালা মেনে চলারও আহবান জানান। এবং দূর্যোগকালিন সময়ে মানুষের পাশে দাড়ানোর জন্য সোনার বাংলা সমিতিকে ধন্যবাদ জানান।