সোনাপুর মাদ্রাসায় মাওলানা শিংগাইরকুড়ীকে বিদায় সংবর্ধনা

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জের প্রাচীনতম বিদ্যাপীঠ সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদরাসার দীর্ঘদিনের সুপারিন্টেন্ডেন্ট আলহাজ্ব মাওলানা মোঃ ফজলুর রহমান চৌধুরী শিঙ্গাইরকুঁড়ীর অবসরোত্তর ও জকিগঞ্জ উপজেলার চেয়ারম্যান লোকমান উদ্দিন এর সম্মানে এক সংবর্ধনা শনিবার দুপুরে অনুষ্ঠিত হয়।

বীরশ্রী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম চৌধুরী পানুর সভাপতিত্বে ও মাদরাসার সুপার মাওলানা মোঃ কুতবুল আলম ও সহকারি শিক্ষক আমাল হোসেনের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী ও অবসরপ্রাপ্ত সুপার মাও. ফজলুর রহমান চৌধুরী শিংগাইরকুড়ী। প্রধান আলোচকের বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাও. নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর, হবিবপুর কেশবপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হাকীম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুস্তাকিম হায়দার, প্রবীণ শিক্ষক মোঃ আব্দুস সোবহান ও মোঃ মতিউর রহমান চৌধুরী, ক্যাডেট হোম জকিগঞ্জের প্রিন্সিপাল শুভ্র কান্তি দাস চন্দন, আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ আব্দুস সবুর, গুরুসদয় স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ বিবেক বিহারি বিশ্বাস, গণিপুর কামালগঞ্জ স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ আজির উদ্দিন।

অনুষ্ঠানে বিদায়ী সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন মাদরাসার স্টুডেন্ট কেবিনেট প্রধান ও ভি.পি হাফিজ মোশতাক আহমদ। বিদায়ী অতিথির উদ্দেশ্যে কর্মরত শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মাসুক আহমদ, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দাখিল দশম শ্রেণির শিক্ষার্থী হাদিয়াতু ফেরদৌস, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মাওলানা মোঃ ইমদাদুর রহমান (২০০৬ ব্যাচ), মোঃ হিফজুর রহমান (১৯৯৯ ব্যাচ) । বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সুপারের বড় ছেলে মোঃ শাহিদুর রহমান।

অনুষ্ঠানের শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সংবর্ধনা ক্রেষ্ট তুলে দেয়া হয়।

নবীনতর পূর্বতন