সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জে করোনা সন্দেহে মহিলাসহ ৩ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পৌছলে কর্মরত চিকিৎসক তাদেরকে নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখেন।
জকিগঞ্জ সরকারী হাসপাতালের প্রশাসক ডা. আব্দুল্লাহ আল মেহেদী জানান হোম কোয়ারেন্টেইনে একজন মহিলাসহ ২ জন প্রবাস ফেরত পুরুষ রয়েছেন। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখন পর্যন্ত তাদের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায় নাই। তারপরও ১৪ দিন বাড়ির বাইরে না যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে হোম কোয়ারেন্টাইনে থাকাদের নাম গোপন রাখা হয়েছে।