জকিগঞ্জ প্রতিনিধি :::: জকিগঞ্জের শতাব্দী প্রাচীন দ্বীনি বিদ্যাপীঠ গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মানে বৃহস্পতিবার দুপুর ১১ টায় মাদ্রাসা মাঠে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি জালাল আহমদ।
বাংলা প্রভাষক আবুল কালাম আজাদ ও সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মান্নানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর। প্রধান বক্তার আলোচনা পেশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম। সংবর্ধিত শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাও. আব্দুল মান্নান, সাবেক শিক্ষক কবি এম এ ফাত্তাহ। মাদ্রাসার পক্ষ থেকে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ, আরবী প্রভাষক মাও. শিহাব উদ্দীন, ইংরেজী প্রভাষক আবু তাহের চৌধুরী, রফিকুল হাসান, ব্যবসায়ী খলিলুর রহমান, লন্ডন প্রবাসী আহমদ তোফায়েল হক, উপজেলা আ্ওয়ামী লগের সদস্য জুনেদ আহমদ, শহীদুর রহমান, রেজাউল করিম রাজু, মর্তুজা আহমদ, ফজলে রাব্বি জাকারিয়া, তাহফিমুল হাসান, জবলুর রহমান, মুজিবুর রহমান প্রমূখ ।
অবসরে যাওয়া শিক্ষকদের বৃন্দের সম্মাননা প্রদান করা হয় মাও. আব্দুল মান্নান, মাওলানা সিরাজুল ইসলাম, মাও, কয়েছ উদ্দিন মো: মাহমুদ, মো. আব্দুল ফাত্তাহ, মাসুক আহমদ, আব্দুল গফফার ও মাহবুব আহমদকে। মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় মো: আব্দুস ছবুর, মাও. আব্দুস শহিদ মামরখানী, আব্দুল মান্নান, আব্দুল হাছিব কে।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন চাপঘাট রহিমপুর সুন্নী দাখিল মাদ্রাসার সুপার মাও. মাসুক আহমদ, সাবেক শিক্ষার্থী গাছবাড়ী কামিল মাদ্রাসার আরবী প্রভাষক মাও. মোশতাক আহমদ, ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আলী আশরাফ, বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. গোলাম কিবরিয়া, ডিসিও অফিসের সিনিয়র কর্মকর্তা ময়নুল হক সিরাজী, প্রবাসী শহিদুর রহমান প্রমুখ।
উপস্থিত ছিলেন সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী বুরহান উদ্দীন, সাবেক মেম্বার আব্দুল হান্নান আছই মিয়া, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাংবাদিক এনামুল হক মুন্না,, সাপ্তাহিক জকিগঞ্জের ডাক পত্রিকার সম্পাদক তারেক আহমদ, জকিগঞ্জ টিভির আহমদ হোসেন আইমান প্রমুখ।