জকিগঞ্জে বাজার নিয়ন্ত্রনে মাঠে প্রসাশন : মূল্য তালিকা টানানোর নির্দেশ


সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
করোনা ভাইরাসের অজুহাতে জকিগঞ্জের কিছু অসাধু ব্যাবসায়ী চক্র হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় জিনিষের মূল্য বৃদ্ধি করার কারনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহের নেতৃত্বে প্রশাসন মাঠে নামে। এসময় তিনি বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ২ টি দোকানে ৫ হাজার করে জরিমানা করেন এবং ব্যাবসায়ীদের সতর্ক করেন। পাশাপাশি জনসাধারনের সুবিধার্থে আগামী ১২ ঘন্টার মধ্যে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র হাজী মোঃ খলিল উদ্দীন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সাংবাদিকববৃন্দ।

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মূল্য তালিকা টানিয়ে রাখার নির্দেশ দিয়ে মাইকিং করা হয়।

নবীনতর পূর্বতন