জকিগঞ্জ উপজেলার সকল দোকানপাট বন্ধ : জরুরী প্রয়োজন ব্যাতীত ঘরের বাইরে না আসার নির্দেশ

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
করােনা ভাইরাস প্রতিরোধের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল থেকে পুরাে জকিগঞ্জ উপজেলায় মুদি দোকান, ফার্মেসী ও শবজির দোকান ছাড়া সকল দোকানপাঠ বন্ধ করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ কথা জানান ।

তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অপ্রয়ােজনীয় সকল দোকানপাঠ বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়ােজনীয় দোকানপাঠ খােলা থাকলে ও সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে ।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ৪ এপ্রিল পর্যন্ত জরুরি প্রয়ােজন ব্যতীত কেউ ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। সকাল থেকেই পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবে । যারা এই আদেশ মানবেন না তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করা হয়েছে।

নবীনতর পূর্বতন