সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
সিলেট বিভাগের মধ্যে একাধিকবার শ্রেষ্ট পদকপ্রাপ্ত সমবায়ী প্রতিষ্ঠান সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড জকিগঞ্জ-সিলেট এর বিরুদ্ধে দুর্ণীতি দমন কমিশনে করা মোঃ আব্দুশ শহীদ কর্তৃক অভিযোগটি তদন্ত করে প্রমানিত না হওয়ায় খারিজ করে দিয়েছে দুদক।
বিগত ২৬/০২/২০২০ তারিখের দুদক মহাপরিচালক (অনুঃতদন্ত-২) মোঃ জাকির হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সোনার বাংলা সমবায় সমিতির সভাপতি মোঃ জাফরুল ইসলামের কাছে অভিযোগের পরিসমাপ্তিকরণ বিষয়টি অবহিত করা হয়। তাছাড়া পরিপত্রটি দুদকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশের জন্য অনুলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ১২/০৮/২০১৮ ইং তারিখে মোঃ আব্দুশ শহীদ সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান বরাবরে সীমাহীন দূর্ণীতি, ক্ষমতার অপব্যবহার, সমিতির অর্থ আত্মসাৎ, বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। দুদক মামলাটি আমলে নিয়ে দীর্ঘদিন অনুসন্ধান ও তদন্তকরে প্রমাণিত না হওয়ায় কমিশন কর্তৃক তা পরিসমাপ্ত করা হয়।