সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দীন বলেছেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি ক্ষুধা দারিদ্রমুক্ত, স্ব-নির্ভর সোনার বাংলা গড়তে। এজন্য স্বাধীন বাংলাদেশে তিনি সমবায় ভিত্তিক অর্থনীতি গড়ে তোলার জন্য পল্লীউন্নয়ন ও সমবায় মন্ত্রণালয প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবে রুপ দিতে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ধরে আজ বাংলাদেশ বিশ্বের উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রীর ভিশন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে জকিগঞ্জে সোনার বাংলা সমিতির কার্যক্রম প্রসংশার দাবীদার। তিনি সোনার বাংলা সমিতির হাতকে শক্তিশালী করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। হাজী খলিল উদ্দীন রবিবার (১৫ মার্চ) দুপুর ১২ টার সময় সোনার বাংলা কনফারেন্স সেন্টারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন ও বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সম্পর্কে করনীয় শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপরোক্ত কথাগুলো বলেন।
সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাফরুল ইসলামের সভাপতিত্বে ও সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক ও জকিগঞ্জ উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌর আ'লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারন সম্পাদক আব্দুল মালেক মাহতাব, বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা এখলাছুর রহমান খাঁন, কো-অর্ডিনেটর নেছার আহমদ, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল বাছিত রুনু।
সমিতির কর্মকর্তা আব্দুল গাফফারের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত একটি সঙ্গীত পরিবেশন করেন অফিস সহকারী সীমা বেগম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অনলাইন ভিত্তিক আমার সিলেট টিভির ব্যাবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম শান্ত, সোনার বাংলা সমিতির সহ-সভাপতি আব্দুল হান্নান হানু, সদস্য হোসাইন আহমদ সেলিম, সাদেকুর রহমান, নিতাই দেবনাথ, ক্যাশ-ইন-চার্জ হাসান আহমদ, ঋন কর্মকর্তা কামরুল ইসলাম, রাজু রায়, জয়নাল আবেদীন, নাছির উদ্দীন, কম্পিউটার প্রশিক্ষক রুহেল আহমদ, সেলাই প্রশিক্ষক শিউলী আক্তার।
অনুষ্ঠান শেষে করোনা ভাইরাস থেকে দেশ ও জাতিকে হেফাজত রাখার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।