সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
মিনি কম্পিউটার, ট্যাব আর স্মার্টফোন সহ আকর্ষনিয় সব পুরস্কার প্রদানের মাধ্যমে জকিগঞ্জে গ্রামীণ সংস্থা কর্তৃক ৩য় কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সোনার বাংলা কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রবাসী আজিজুর রহমান খানের সভাপতিত্বে ও গ্রামীণ সংস্থার সাধারণ সম্পাদক মাহী কামরান ও তাহের আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানা হক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক সবুজ প্রান্ত প্রত্রিকার সম্পাদক মাও. জুবায়ের আহমদ, বারহাল ডিগ্রী কলেজে ইংরেজি প্রভাষক আহমদ হোসেন, জকিগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা আছাদ উদ্দিন, এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক আহসান হাবীব লায়েক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, উপজেলা তালামীযের প্রচার সম্পাদক আব্দুস সামাদ স্বীপন, প্রবাসী আব্দুল মুত্তালিব মুরাদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গ্রামীণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাইদ আহমদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাও. আব্দুল ওয়াদুদ, বাহার উদ্দিন, শরাফত হোসেন শাহী, আবিদুর রহমান, কামরুল ইসলাম মুনির প্রমুখ।
গ্রামীণ সংস্থার কুইজ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে ২ হাজার শিক্ষার্থী অংশ গ্রহণ করে একশত এগারো জন মেধা তালিকায় উত্তীর্ণ হয়।
প্রথম স্থান দখল করে ইছামতি কামিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী রেজাউল করিম, দ্বিতীয় স্থান অর্জন করেছে জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী রহিমা জন্নাত, তৃতীয় স্থান অর্জন করেছে হাফিজ মজুমদার বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আবু তাহের, আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মায়রুফ, হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী মাহফুজা জান্নাত, গনিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মাহবুব আলম, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নাদিয়া জান্নাত, হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছাবিনা ইয়াসমিন মুন্নী, জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মাহবুবা আক্তার রিপা, বাদেদেওরাইল ফুলতলি কামিল মাদ্রাসার একাদশ শ্রেণির শিক্ষার্থী এনামুল হাসান সহ ১১১,জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।