সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জ গুণীজন সংবর্ধনা পরিষদের আয়োজনে জকিগঞ্জের ২ জন বরেণ্য ব্যক্তিকে মরণোত্তর সম্মাননা ও ৩ জন গুণী ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করেছে। ১ মার্চ রবিবার বিকেলে নগরীর শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যমে এ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পরিষদের সভাপতি প্রফেসর এম এ মতিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন রাজু'র সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনানুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার ফজলুল হক চৌধুরী, দৈনিক সিলেটের ডাক এর নির্বাহী সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক আব্দুল হামিদ মানিক ও বীর মুক্তিযোদ্ধা মো: আকরাম আলী।
অনুষ্ঠানে ইসলাম ধর্মের প্রচার-প্রসারে বিশেষ অবদানের জন্য জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুনশী বাজারের সাবেক মুহতামিম আল্লামা আব্দুল গাফফার শায়খে মামরখানী রহ. ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য জকিগঞ্জের প্রথম সংসদ সদস্য মরহুম মোহাম্মদ আবদুল লতিফকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠিত সংবর্ধনানুষ্ঠানের সূচনালগ্নে কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাবীবুর রহমান মাসরুর এর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সূচিত সংবর্ধনানুষ্ঠানে অভিব্যক্তি প্রকাশ করেন, আল্লামা আবদুল গাফফার মামরখানী রহ.’র বড় ছেলে শায়খ মাওলানা আবদুস সাত্তার ও মরহুম আব্দুল লতিফ’ র পৌত্র মো: আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানের থিমসং পরিবেশন করেন কবি আলিম উদ্দিন আলম। গুণিজনের জীবন বৃত্তান্ত পাঠ করেন, অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডীন প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, পরিষদের উপদেষ্টা এমএ মুকিত চৌধুরী, রাজনীতিবিদ মাওলানা রেজাউল করীম জালালী, বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম আলী হায়দার, সহ সভাপতি এমএ মালেক চৌধুরী, লেখক আবদুস সাত্তার, ফখরুল ইসলাম ও প্রবাসী কবি শামীম সাহান প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট চেম্বার এর প্রাক্তন সভাপতি এমএ রাজ্জাক চৌধুরী, মতিন উদ্দীন যাদুঘরের পরিচালক ডা: মোস্তফা শাহ জামান চৌধুরী, শিক্ষাবিদ মাহতাব উদ্দিন, সীমান্তিক টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল আব্দুর রউফ তাপাদার, সার্ক কলেজের প্রিন্সিপাল মহিউদ্দিন ফারুক, উইমেন্স কলেজের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ তাপাদার, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আবদু সবুর, সাবেক চেয়ারম্যান এম. এ রশিদ বাহাদুর, ব্যবসায়ী মোস্তাক আহমদ মুকুল, অধ্যাপক বেলায়েত হুসাইন, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি এখলাসুর রহমান, অধ্যাপক আল মামুন, রহমত আলী হেলালী, এনামুল হক মুন্না, গুলজার আহমদ হেলাল, এম. এ হান্নান, এ এইচ তাপাদার রুহেল, এজেএম শিহাব, এম. এ ওয়াহিদ চৌধুরী, সাইফুর রহমান, মাজহারুল ইসলাম জয়নাল, মোজতবা শাহরিয়ার আরিফ, সহ বিপূল সংখ্যক গুণীজন।
অনুষ্ঠানে জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি, জকিগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন অব সাস্ট, এমসি কলেজ জকিগঞ্জ স্টুডেন্ট এসোসিয়েশন, রক্তাঙ্গণ প্রভৃতি সংগঠন স্বেচ্ছাসেবক এর দায়িত্ব পালন করে।
অনুষ্ঠানে সংবর্ধিত গুণিজনের জীবনী সম্বলিত ‘আলোর সৌরভ’ নামে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।