জকিগঞ্জ-শেওলা রোডের জিরো পয়েন্ট এলাকায় গাড়ী আটকিয়ে ডাকাতি

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
গতকাল গভীর রাত ১২ টার দিকে জকিগঞ্জ শেওলা রোডের জিরো পয়েন্ট এলাকার চরিয়া নামক স্থানে রাস্তায় গাছ ফেলে গাড়ী আটকিয়ে দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সোনার বাংলা এ্যাম্বুলেন্সের চালক খালেদ আহমদ জানান, রাত ১২ টার সময় চরিয়া নামক স্থানে আসার পর দেখি রাস্তায় উপর গাছ ফেলে ১৫/২০ জনের একটি দূর্ধর্ষ  ডাকাত দল রাস্তা ব্যারিকেড  দিয়ে গাড়ীর লোকজনের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণের চেইন সহ মুল্যবান জিনিষপত্র নিয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ আসলে ডাকাতরা পালিয়ে যায় বলে জানিয়েছেন জকিগঞ্জ বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়। তিনি বলেন, ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নবীনতর পূর্বতন