সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
মুজাদ্দিদে জামান, শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর হাতে গড়া সুন্নীয়তের অতন্ত্র প্রহরী সংগঠন আনজুমানে আল ইসলাহের কার্যক্রম ভারতে আরো বেগবান ও গতিশীল করার লক্ষে কর্মী সমর্থকদের নিয়ে গত ৫ ফেব্রুয়ারি বুধবার ত্রিপুরা রাজ্যের বিষ্ণুপুরে দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়। ত্রিপুরা রাজ্য আল ইসলাহ সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ থেকে আগত মৌলভীবাজার কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আল-ইসলাহ নেতা মাও. কাজী ফজলুল হক খান সাহেদ।
শত শত মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত সেমিনারে তিনি তার বক্তব্যে বলেন, কোন রক্ত সম্পর্কের জন্য নয়, মানব তৈরি কোন সামাজিক সম্পর্কেও নয়, একটাই সম্পর্ক, আর সেটা হচ্ছে ছাহেব ক্বিবলার সিলসিলার টান, আল ইসলাহর জন্য তৈরি হৃদয়েরর টান
আর এই টানে সু-দূর বাংলাদেশের মাটি থেকে সাড়া দিয়ে ভারতের ত্রিপুরায় এসেছি।
উল্লেখ্য, বিগত ৪ বছর ধরে ভারতে আনজুমানে আল-ইসলাহ'র কার্যক্রম চলছে। সমাজ সংস্কার ও মানবসেবায় আনজুমানে আল ইসলাহের কার্যক্রম ইতিমধ্যে সবার নজর কেড়েছে।