জকিগঞ্জে সপ্তাহব্যাপী বইমেলার শুভ উদ্বোধন


সাপ্তাহিক সবুজ প্রান্ত ::: 

প্রতি বারের ন্যায় এবারও জকিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অমর একুশের চেতনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উপলক্ষে সপ্তাহব্যাপী অমর একুশে বইমেলা’র শুভ উদ্বোধন করেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ।

জকিগঞ্জ পুস্তক ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল আহাদের সার্বিক পরিচালনায় সোমবার (১৭ই ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় ১৫ টি স্টল নিয়ে অগণিত বইপ্রেমী মানুষের উপস্থিতিতে সপ্তাহব্যাপী অমর একুশে বইমেলা’র উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জকিগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোঃ  খলিল উদ্দিন, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. আব্দুন নাসের, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাকিম আলী হায়দার, জকিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, সিলেট জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার কুতুব উদ্দিন, জকিগঞ্জ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি কাজী মাও. হিফজুর রহমান, অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ জাফরুল ইসলাম, জকিগঞ্জ টাউন ক্লাবের সাবেক সভাপতি মো. আব্দুল মালিক প্রমুখ।
নবীনতর পূর্বতন