সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
মাত্র এক ঘন্টার ব্যবধানে জকিগঞ্জ বাজারের ১৯ ব্যবসায়ীর স্বপ্ন ও বেঁচে থাকার একমাত্র অবলম্বলন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। যে দোকানটি তিলে তিলে গড়ে তুলেছিলেন, যে দোকানটি ছিল পরিবারের একমাত্র আয়ের মাধ্যম সেটি চোখের সামনেই মুহুর্তে পুড়ে ভষ্ম হয়েছে। অসহায় এই ১৯ দোকানী আজ শনিবার পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো সহযোগিতা পাননি। ১৯ ব্যবসায়ীর প্রায় সকলেরই রয়েছে ব্যাংক লোন, কিংবা এনজিও লোন ও ব্যক্তিগত ধারদেনা। কিভাবে সংসার চালাবেন, কিভাবে দিবেন কিস্তি বা ধারের টাকা কিভাবে আবার গড়বেন নিজের দোকানটি সে চিন্তায় এখন তারা দিশেহারা। প্রিয় প্রতিষ্ঠানটি আগুনে পুড়ে যাবার সময় বার বার মুর্চা যান অনেকে। আগুনে ক্ষতিগ্রস্ত লামারগ্রামের নেজাম উদ্দিন বলেন, আগে ডিমের দোকান ছিল। সিলেটের কয়েক বচর আগে আমার অনেক ডিম চুরি হয়ে যায়। বহু কষ্টে খেয়ে না খেয়ে ধার কর্জ করে দোকানটি বড় করেছিলাম। সব শেষ হয়ে গেছে আমার। আমি মাটির সাথে মিশে গেছি। এখন আমি কী করবো ? নিজামের মতো ক্ষতিগ্রস্ত প্রায় সব ব্যবসায়ীর অবস্থা একই। জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজন কুমার সিংহ বলেন, আমরা লিখিতভাবে বিষয়টি সিলেটের জেলা প্রশাসনকে অবগত করেছি এখনো কোনো সহযোগিতা পাওয়া যায়নি।