আজ (রবিবার) দুপুর ২ টার সময় পূর্ব মাইজকান্দি গ্রামে মরহুমের বাড়ীর সম্মুখে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য ছাহেবজাদা ও বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য আল্লামা মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী। জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ খলীল উদ্দীন, জকিগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল খালিক ও মরহুমের ছেলে মাও. কাজী হিফজুর রহমান।
জানাযায় অংশগ্রহন করেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. এখলাছুর রহমান, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব অধ্যাপক মাও. মোশাহিদ আহমদ কামালী, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. মোঃ আব্দুস সবুর, খলাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তাফা মাসুক, সাবেক কাউন্সিলর মোস্তাক আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নাসিম আহমদ তাপাদার, ফুলতলী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক সাংবাদিক আল-মামুন, উপজেলা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক মাও. আলাউদ্দীন তাপাদার, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ জাফরুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাও. ফদ্বলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক সবুজ প্রান্ত পত্রিকার সম্পাদক মাও. জুবায়ের আহমদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা জামিল আহমদ, অফিস সম্পাদক মাও. নজমুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটির সেক্রেটারী মাও. আব্দুল কুদ্দুস বেউরী, আল-ইহসান একাডেমীর প্রিন্সিপাল খায়রুল ইসলাম মুন্সী, পৌর খেলাফত মজলিসের সেক্রেটারী মোঃ আব্দুল কুদ্দুস, সংগঠক কবি এম. এ বাক্বী খালেদ, প্রবাসী ঐক্য পরিষদের সভাপতি সলিম চৌধুরী, প্রবাসী কাওসার আহমদ, উপজেলা তালামীয সভাপতি আহমদ আল মনজুর, সাধারন সম্পাদক আবু সাঈদ আশিক, সহ-সাধারন সম্পাদক আহমদ হোসাইন আইমান সহ এলাকার শতাধিক মুসল্লী।
এদিকে কাজী হিফজুর রহমানের পিতার ইন্তেকালে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আন্জুমানে আল-ইসলাহ'র মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দীন চৌধুরী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম, উপজেলা আল-ইসলাহ'র সভাপতি মাও. ফজলুর রহমান চৌধুরী শিংগাইরকুড়ী, সহ-সভাপতি এম. এ রশিদ বাহাদুর, সাধারন সম্পাদক মাও. কুতবুল আলম, পৌর সাধারন সাধারন সম্পাদক মাও. মাহমুদুর রহমান চৌধুরী, জকিগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সেক্রেটারী সাংবাদিক কে. এম মামুন, জকিগঞ্জ বনিক সমিতির সাধারন সম্পাদক বেলাল আহমদ, প্রাক্তন ছাত্র পরিষদ জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার সভাপতি মাওলানা জহির উদ্দীন চৌধুরী বাবর, সাধারন সম্পাদক মাও. আফতাব আহমদ প্রমুখ।