সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জে পবিত্র ঈদে মীলাদুন্নবী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান রবিবার বাদ জোহর জকিগঞ্জ ইখওয়ান সেন্টারে সম্পন্ন হয়েছে। ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন কমিটি ও জকিগঞ্জ পৌরসভা আল-ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন জকিগঞ্জ পৌর আল-ইসলাহ'র সভাপতি ও ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মাও. কাজী হিফজুর রহমান।
জকিগঞ্জ পৌর তালামীযের সাধারণ সম্পাদক মোবাশ্বির আহমদ মারজানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-ইসলাহ'র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতীব অধ্যাপক মাও. মোশাহিদ আহমদ কামালী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. এখলাছুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে আল-ইসলাহ ও তালামীযের ব্যাবস্থাপনায় কেরাত, হামদ, নাত, তাওয়াল্লুদ ও উপস্থিত বক্তব্যের উপর আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক মাও. জুবায়ের আহমদ, জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাও. ময়নুল হক ও জকিগঞ্জ পৌর তালামীযের সভাপতি হোসাইন আহমদ। এর আগে সাধারন জ্ঞান প্রতিযোগিতায়ও বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছিল। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাও. ফদ্বলুর রহমান, প্রচার সম্পাদক হাফিজ মাও. জামিল আহমদ, অফিস সম্পাদক মাও. নজমুল ইসলাম, পৌরশাখার সাংগঠনিক সম্পাদক মাও. শহীদ উদ্দীন রাজু, সিলেট জেলা তালামীযের সহ-সভাপতি ইসলাম উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ জেলা তালামীযের অর্থ সম্পাদক আবু হেনা ইয়াসিন, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল-মনজুর, সাধারন সম্পাদক আবু সায়িদ মোঃ আশিক, পৌরশাখার সাবেক সভাপতি হাফিজ নাজিম উদ্দীন, বর্তমান সহ-সভাপতি জুনেদ আহমদ, অর্থ সম্পাদক উবায়দুল হক আমু, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাও. এমাদ উদ্দীন, আল-ইসলাহ নেতা মাও. এম এ হালিম লিমন, লতিফিয়া ক্বারী সোসাইটির সেক্রেটারী মাও. আব্দুল কুদ্দুস, পৌর আল-ইসলাহ'র ৪ নং ওয়ার্ডের সেক্রেটারী আব্দুল আহাদ, ৮ নং ওয়ার্ডের সেক্রেটারী হাসান আহমদ ও নাজাত ফাউন্ডেশনের এম.ডি কাওসার আহমদ প্রমুখ।