সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জের আটগ্রামে বিচারের নামে ইউপি সদস্যের নির্যাতনের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে সর্বত্র ব্যাপক ক্ষোভ ও নিন্দার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।
তাকে গ্রেফতার করতে ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গতকাল রাত থেকে অভিযানে নামে পুলিশ অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কানাইঘাট ১নং লক্ষিপ্রসাদ ইউনিয়নের কাড়াবাল্লা এলাকা থেকে ভারতে যাওয়ার পথে আটক করে পুলিশ। এর আগে কাজলসার ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য এবাদুর রহমানসহ সালাম মেম্বারের সহযোগী আনোয়ার হোসেন ও শাহজাহানকে আটক করে পুলিশ।
তাদের প্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের। তিনি বলেন গ্রেফতারকৃতদের মামলা প্রক্রিয়া দিন রয়েছে।