সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জ উপজেলার মাদ্রাসা শিক্ষার সর্ববৃহৎ মাওলানা ফখরুল ইসলাম ট্রাস্টের বৃত্তি পরিক্ষা আগামী ২৫ নভেম্বর সোমবার থেকে জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রথমদিন সোমবার সকাল ১১ টা থেকে ইবতেদায়ী পঞ্চম, দাখিল ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির এবং ২য় দিন মঙ্গলবার সকাল ১০ টা থেকে হিফয প্রথম, মাধ্যমিক ও তাকমিল স্থরের পরিক্ষা শুরু হবে।
এবারের বৃত্তি পরিক্ষায় ইবতেদায়ী পঞ্চম থেকে দাখিল দশম শ্রেণি পর্যন্ত মোট ৪৩৩ জন ছাত্র, ৪৭২ জন ছাত্রী এবং হিফয প্রথম থেকে তাকমিল স্থর পর্যন্ত ১৭০ জন ছাত্র সহ সর্বমোট ১০৭৫ পরিক্ষার্থী অংশ গ্রহণ করবে।
বৃত্তি পরিক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ও ট্রাস্টের সচিব মাওলানা মোহাম্মদ নূরুল ইসলাম ।