জকিগঞ্জের মুক্তাদির চৌধুরী কারাগারে

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
‘ইয়াবা সংশ্লিষ্টতায়’ ধরা পড়া জকিগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মুক্তাদির চৌধুরীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শনিবার দুপুরে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃতে পুলিশের একটি দল তাকে বাজার থেকে আটক করে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে ইয়াবা সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে রাতে একটি মামলায় তাকে গ্রেফতার দেখায়।

জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের মুক্তাদিরকে গ্রেফতার দেখানোর তথ্য নিশ্চিত করে জানান।

পুলিশের একটি সুত্র থেকে জানা গেছে, ইয়াবা সংক্রান্ত মামলার এক আসামি সম্প্রতি সময়ে আদালতে জবানবন্দি প্রদানকালে মোক্তাদির আহমদ চৌধুরীর নাম উল্লেখ করে। এ ছাড়াও তার বিরুদ্ধে হুন্ডি ব্যবসা, মাদকের টাকা ভারতে প্রেরণ, ইয়াবা সংশ্লিষ্টতাসহ কালো বাজারি অনেক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

হাইদ্রাবন্দ গ্রামের মুক্তাদির আহমদ চৌধুরী জকিগঞ্জ বনিক সমিতির বর্তমান সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সহ-সভাপতি ছিলেন।


নবীনতর পূর্বতন