জকিগঞ্জে সোনার বাংলা সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জের বহুল আলোচিত সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বিশেষ সাধারণ সভা শনিবার রাত ৮ টায় সোনার বাংলা কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবী ও ব্যাবসায়ী নজরুল ইসলাম তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোঃ জাফরুল ইসলাম। বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভার কাউন্সিলর দেলোয়ার হুসেন নজরুল, উপজেলা আ'লীগ নেতা নাসিম আহমদ তাপাদার, যুবলীগ নেতা ফয়েজ আহমদ,আব্দুল কাইয়ুম, জকিগঞ্জ ইউপি সদস্য যুবলীগ নেতা আব্দুল মুকিত মেম্বার, সোনার বাংলা সমিতির সাধারন সম্পাদক আব্দুল মালিক মাহতাব, আ'লীগ নেতা আব্দুল গণী, ব্যাবসায়ী হুসেন আহমদ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌরসভা জাতীয়পার্টির সভাপতি বুরহান উদ্দীন মুক্তা, জকিগঞ্জ আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মাও. কাজী হিফজুর রহমান, সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক জুবায়ের আহমদ, আ'লীগ নেতা আলমগীর হুসেন পুতুল, সোনার বাংলা সমিতির সহ-সভাপতি আব্দুল হান্নান হানু, পৌরজাপা নেতা হোসেন আহমদ বছল, ব্যাবসায়ী নজরুল ইসলাম, রুহুল আমিন ছোটন, মামুন আহমদ, বিশিষ্ট মুরুব্বী মসমন আহমদ খান ও মিলু মিয়া প্রমুখ।

সভায় সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের বহুল সংখ্যক  সাধারণ সদস্য ও ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন। সভা শেষে সমিতির পক্ষ থেকে আপ্যায়নের ব্যাবস্থা করা হয়।

নবীনতর পূর্বতন