জকিগঞ্জে মীলাদুন্নবী র‍্যালী বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময়



সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে উপজেলা ব্যাপী মঙ্গলবার মটর সাইকেল যোগে র‍্যালী অনুষ্ঠিত হবে। র‍্যালী বাস্তবায়ন উপলক্ষে কমিটির নেতৃবৃ্ন্দ সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। র‍্যালী বাস্তবায়ন কমিটির আহবায়ক মাও. হাবিবুর রহমান হালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব এহসান মোহাম্মদ শামীমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভা আল-ইসলাহ'র সভাপতি মাও. কাজী হিফজুর রহমান, আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার হাফিজ মাও. জামিল আহমদ, লতিফিয়া সাংস্কৃতিক ফোরামের সভাপতি সরওয়ার হোসাইন চৌধুরী রাজা, জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাও. ফদ্বলুর রহমান।

আল-ইসলাহ নেতা মাও. এম এ হালিম লিমনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খয়ের চৌধুরী, দৈনিক কলের কন্ঠের প্রতিনিধি অধ্যাপক এম. আব্দুল্লাহ আল-মামুন, জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না। অন্যান্যদের  মধ্যে আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক শ্রীকান্ত পাল, সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক জুবায়ের আহমদ, সাপ্তাহিক জকিগঞ্জ-কানাইঘাটের সম্পাদক মোর্শেদ আহমদ লস্কর, দৈনিক যুগান্তর প্রতিনিধি আল-হাসিব তাপাদার, নাজাত ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল আহমদ, আল্লামা ফুলতলী স্মৃতি পরিষদের সভাপতি হাফিজ আলী হুসেন।

মঙ্গলবার বাদ জোহর জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা থেকে মটর সাইকেল যোগে পুরো উপজেলাব্যাপী র‍্যালী সফল করতে সাংবাদিক, প্রশাসন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের কাছে সহযোগীতা কামনা করেছেন নেতৃবৃন্দ।

নবীনতর পূর্বতন