বাবুরবাজারে সোনার বাংলা সমিতির মত বিনিময় সভা


সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জের বাবুরবাজারে ব্যাবসায়ীদের সাথে সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটের এক মত বিনিময় সভা শনিবার বিকাল ২ টার সময় সমিতির বাবুরবাজার আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাবুর বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি সরফ উদ্দীনের সভাপতিত্বে ও সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জাফরুল ইসলাম।

সোনার বাংলা সমিতির সেক্রেটারী আব্দুল মালেক মাহতাবের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচীত সভায় ব্যাবসায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বাবুবাজার ব্যাবসায়ী সমিতির সেক্রেটারী আব্দুস সালাম, আ'লীগ নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী সিরাজুল ইসলাম শীরু, বিশিষ্ট ব্যাবসায়ী আশিকুর রহমান, বদরুল ইসলাম আফজল।

সভায় উপস্থিত ব্যাবসায়ী নেতৃবৃন্দ সোনার বাংলা সমিতির বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভূয়সী প্রসংশা করেন এবং জকিগঞ্জের সার্বিক উন্নয়নে সোনার বাংলা সমিতির হাতকে আরো শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাপ্তাহিক জকিগঞ্জের ডাকের সম্পাদক তারেক আহমদ, সোনার বাংলা সমিতির সহ-সভাপতি আব্দুল হান্নান হানু, বাবুরবাজারের ব্যাবসায়ী মনজুর আহমদ মখদুম, হেলাল আহমদ, আব্দুল জব্বার, ইকবাল আহমদ, জুয়েল আহমদ, আব্দুল গফুর, নজরুল ইসলাম, রফিক আহমদ, আফতাব উদ্দীন, জয়নাল আবেদীন, আব্দুল কাইয়্যুম, খলিলুর রহমান, আব্দুল লতিফ, আব্দুল হান্নান খান, সিদ্দেকুর রহমান, আবুল কালাম কলাম, রাজু আহমদ, হেলাল মিয়া প্রমুখ।

সভা শেষে সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে আপ্যায়নের আয়োজন করা হয়।

নবীনতর পূর্বতন