সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙলবার উপজেলা ব্যাপি মোটর সাইকেল যোগে মোবারক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী বাস্তবায়ন কমিটির আহবায়ক মাও. হাবিবুর রহমান হালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব এহসান মোহাম্মদ শামীমের ব্যাবস্থাপনায় আয়োজিত র্যালীতে নেতৃত্ব দেন জকিগঞ্জ পৌরসভা আল-ইসলাহ'র সভাপতি মাও. কাজী হিফজুর রহমান, সাবেক চেয়ারম্যান এম. এ রশীদ বাহাদুর, অধ্যাপক এম. আব্দুল্লাহ আল-মামুন, আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার হাফিজ মাও. জামিল আহমদ, উপজেলা তালামীযের সাবেক সভাপতি মাও. এম. এ হালিম লিমন, উপজেলা আল-ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক মাও. জুবায়ের আহমদ, অফিস সম্পাদক মাও. নজমুল ইসলাম, উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর, সাধারন সম্পাদক আবু সাঈদ মোঃ আশিক, সাবেক সেক্রেটারী মাহতাব আহমদ, জকিগঞ্জ টিভির চেয়ারম্যান আব্দুল মুকিত।
র্যালীটি মঙ্লবার বাদ জোহর জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা থেকে জকিগঞ্জ বাজার হয়ে বাবুর বাজার-শরীফগঞ্জ হয়ে কালীগঞ্জ ও আটগ্রামে গিয়ে সংক্ষিপ্ত পৃথক পৃথক পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তব্য রাখেন সমাজসেবী, রাজনীতিবিদ সরওয়ার হোসেইন রাজা ও এম এ রশীদ বাহাদুর। পরে রতনগঞ্জ হয়ে জকিগঞ্জে এসে উপজেলা আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাও. ফদ্বলুর রহমানের বক্তব্যের মাধ্যমে র্যালী শেষ হয়।
র্যালীতে নবী পাকের শানে রচিত কালজয়ী নানা কবিতা নাতের মাধ্যমে সুরে সুরে ধ্বনিত হয় প্রিয়নবীর প্রশংসাগীতি। এ রকম অগণিত নাত এর সুমধুর সুর লহরী উপজেলার আকাশ বাতাস মুখরিত করে। উপজেলার বাজারে বাজারে উৎসুক মানুষ সুর মিলান নাতে রাসূলের সাথে। দৃষ্টিনন্দন এ ব্যতিক্রমী র্যালিটি উপজেলাবাসীর দৃষ্টি আকর্ষণ করে।
র্যালীতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন কবি ও ছড়াকার আহমদ সিদ্দিক চৌধুরী হাসান, প্রভাষক আহমদ হোসাইন, আল্লামা ফুলতলী (রহ.) স্মৃতি পরিষদের সভাপতি হাফিজ আলী হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বারব হোসাইন চৌধুরী, ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম, সাহাব উদ্দীন, স্বপন আহমদ, জামিল আহমদ,, নাজাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মাও. কামাল আহমদ, এম.ডি কাওসার আহমদ,মাও শরীফ উদ্দীন, মাও. রুহুল আমিন খান, হাফিজ মোস্তাফা আহমদ, ইউপি সদস্য আব্দুল মুকিত, মাসুক আহমদ মেম্বার, আব্দুল আলীম, দিদারুল ইসলাম মিলন প্রমুখ।