সাপ্তাহিক সবুজ প্রান্ত ::
জকিগঞ্জে ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার ভোর রাতে জকিগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার বিরশ্রী ইউনিয়নের আকাকল্যাণ গ্রামে অভিযান চালিয়ে ঐ গ্রামের আব্দুন নুরের বসতঘর থেকে তার ছেলে মোহাম্মদ আলী (২৪)কে ইয়াবাসহ আটক করে।
জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানিয়েছেন, আটক যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালতে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।