সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
মাদক সংক্রান্ত মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন জকিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির বর্তমান সভাপতি মোক্তাদির আহমদ চৌধুরী। শনিবার দুপুরে জকিগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। মোক্তাদির চৌধুরী পৌরসভার ২ নং ওয়ার্ডের হাইদ্রাবন্দ গ্রামের বাসিন্দা।
মোক্তাদিরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের।
তিনি জানান, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃত্বে মোক্তাদিরকে জকিগঞ্জ বাজার থেকে আটক করা হয়। মাদক সংক্রান্ত বিষয়ে তাকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইয়াবা সংক্রান্ত একটি মামলায় এক আসামি আদালতে যে জবানবন্দি দিয়েছেন, সে জবানবন্দিতে নাম এসেছে মোক্তাদির আহমদ চৌধুরীর।