সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জ পৌরসভার সুনামধন্য প্রতিষ্ঠান আইডিয়াল কে.জি স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের সমাপনী সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। স্কুলের প্রিন্সিপাল মাও. কাজী হিফজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. এখলাছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক ও প্রকাশক মাও. জুবায়ের আহমদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কুশল পাল, রাইসা আক্তার।
সহকারী শিক্ষক মাও. দেলোয়ার হুসেন ও মাহবুব আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অভিভাবক সফরুল ইসলাম তাপাদার, হাফিজ মোস্তাক আহমদ, হাফিজ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষিকা সাফিয়া সুলতানা, পারভীন সুলতানা, শাকিল আহমদ, সুবর্ণা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে প্রাথমিকের সমাপনী শিক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য কামনা করে মোনাজাত করেন প্রধান অতিথি মাও. এখলাছুর রহমান।