জকিগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে তালামীযের মুবারক র‍্যালী

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
বিশ্বমানবতার মুক্তির দূত, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা:) এর আগমন বার্ষিকী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জকিগঞ্জে তালামীযে ইসলামিয়ার উদ্যোগে মুবারক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের পতাকাবাহী সংগঠন আনজুমানে তালামীযে ইসলামিয়া জকিগঞ্জ উপজেলা ও পৌরশাখার ব্যানারে আয়োজিত বৃহস্পতিবার বাদ জোহর আল-ইসলাহ'র কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মাও. নূরুল ইসলামের দুআর মাধ্যমে শুরু হওয়া র‍্যালীটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা থেকে বের হওয়া এ র‌্যালিতে জকিগঞ্জের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক নবী প্রেমিকের সমাগম ঘটে। সাদা ও সবুজ রঙের পতাকা এবং বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড বহন করে বিভিন্ন বয়সী মানুষেরা যেন মেতে ওঠে এক অনাবিল আনন্দের উৎসবে।

‘তালা’আল বাদরু আলাইনা’, ‘ইয়া নবী সালাম আলাইকা’, ‘শামসুদ্দোহা আস্সালাম’ ইত্যাদি নাশীদের সুর আশিকে রাসূলদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আকাশ-বাতাসে ফুঁটিয়ে তোলে অপরূপ সুরের ব্যাঞ্জনা। হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর দু’আর ফসল ইশকে রাসূলে সিক্ত এ মুবারক কাফেলা জকিগঞ্জের রাস্তায় রাস্তায় প্রদক্ষিণ করে সকলের সামনে তুলে ধরে আল্লাহর রাসূলের আদর্শে উজ্জীবিত শান্তির এক মহান বাণী। 

মোবারক র‍্যালীতে অংশ গ্রহন করেন সিলেট মহানগর আল-ইসলাহ'র সহ-সাধারন সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব মাও. আব্দুস সবুর, তালামীযের সাবেক কেন্দ্রীয় নেতা মাও. আব্দুল বাছিত, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সাধারন সম্পাদক মাও. কুতবুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, জেলা তালামীযের সহ-সভাপতি ইসলাম উদ্দীন চৌধুরী, পৌর আল-ইসলাহ'র সাধারন সম্পাদক মাও. মাহমুদুর রহমান চৌধুরী রাইয়ান, সাবেক উপজেলা তালামীয সভাপতি কামাল আহমদ ও আব্দুল মুকিত প্রমুখ।

র‍্যালীটি জকিগঞ্জ বাজারের এম এ হক চত্বরে এসে এক পথসভায় মিলিত হয়। উপজেলা তালামীযের সাধারন সম্পাদক আবু সাঈদ মোঃ আশিকের সঞ্চালনায় সভাপতির বক্তব্য প্রদান করেন জকিগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি আহমদ আল মনজুর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া সুনামগঞ্জ জেলার অর্থ সম্পাদক আবু হেনা ইয়াসিন, লতিফিয়া এতিমখানা ফুলতলীর প্রধান শিক্ষক মাওলানা ফয়সল আহমদ, তালামীযে ইসলামিয়া লতিফিয়া এতিমখানা শাখার সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আল ইসলাহের সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইয়াহইয়া আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফদ্বলুর রহমান, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ'র সাবেক সাধারন সম্পাদক মাওলানা সেলিম আহমদ, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র অফিস সম্পাদক মাও.নজমুল ইসলাম, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক প্রশিক্ষণ সম্পাদক কাওসার বিন নূর, পৌর তালামীযের সভাপতি হোসাইন আহমদ, সহ-সভাপতি জুনেদ আহমদ, জসিম আহমদ, সেক্রেটারি মুবাশ্বির আহমদ মারজান, উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক আহমদ হোসাইন আইমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান জাব্বির, প্রচার সম্পাদক আব্দুছ ছামাদ, অর্থ সম্পাদক খলিলুর রহমান সাব্বির, অফিস সম্পাদক সাদিকুর রহমান ও প্রশিক্ষণ সম্পাদক মাহবুব আলম মারুফ প্রমুখ।

নবীনতর পূর্বতন