সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের আওতাধীন লতিফিয়া ক্বারী সোসাইটি জকিগঞ্জ-বিরশ্রী আঞ্চলিক শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকাল ৩ টার সময় জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার হলরুমে প্রবীন আলেম মাওলানা আব্দুল মালিক লালপাড়ীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট প্রধান কেন্দ্রের দায়িত্বশীল মাওলানা জিল্লুর রহমান। কাউন্সিলে বীরশ্রী, খলাছড়া, পৌরসভা ও জকিগঞ্জ সদর ইউনিয়নের সদস্যদের কন্ঠভোটে ক্বারী সোসাইটির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
বরকতপুর মান্নানীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খলিলুর রহমান চৌধুরী শিংগাইরকুড়ীকে সভাপতি, জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস বেউরীকে সাধারন সম্পাদক ও সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক মাও. জুবায়ের আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সহ সভাপতি মাও. কাজী হিফজুর রহমান, সহ-সাধারন সম্পাদক মাও. ফদ্বলুর রহমান, অর্থ সম্পাদক হাজী আব্দুল কাদির, প্রচার সম্পাদক হাফিজ আলী হুসেন, অফিস সম্পাদক মাও. দেলোয়ার হুসেন, সদস্য মাও. হাসান আহমদ, মাও. ময়নুল হক, ক্বারী গুলজার আহমদ, ক্বারী হাবিবুর রহমান, মাও. শাহিদুল ইসলাম প্রমুখ।
কাউন্সিলে ৫ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। উপদেষ্টাগন হলেন- সোনাপুর মাজহারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কুতবুল আলম, মাওলানা আব্দুল মালিক লালোপাড়ী, মাওলানা আব্দুল মালিক শীমেরবন্দী, মাওলানা আলাউদ্দীন ও মাও. আবুল কালাম প্রমুখ।