জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহর তীব্র নিন্দা ও প্রতিবাদ


সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
গত ৯ নভেম্বর শনিবার দুপুরে জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার গেট সংলগ্ন ইখওয়ান সেন্টারের সামনে জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাও. কায়েস মাহমুদ চৌধুরী শিপার ও আ'লীগ নেতা এমএজি বাবরের মধ্যকার অনাকাংখিত ঘটনার জন্য জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র নেতৃবৃন্দ দুঃখ প্রকাশ করেছেন। এবং এই অনাকাংখিত ঘটনাটি সমাধানে জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান লোকমান উদ্দীন চৌধুরী হস্তক্ষেপ করায় তাঁকেও আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একতরফা ভাবে মাও. শিপারকে জঙ্গী, সন্ত্রাসী বলে অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ মাও. শিপারকে একজন ভদ্র, মার্জিত ও আদর্শ শিক্ষক হিসেবে উল্লেখ করেন। একজন শিক্ষকের নামে এরকম অপপ্রচার চালানোর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

নবীনতর পূর্বতন