সাপ্তাহিক সবুজ প্রান্ত :::::
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার, আনজুমানে আল-ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন, দেশে শান্তি স্থাপন করতে হলে মিথ্যাচার, জুলুম, হিংসার পরিবেশ উৎখাত করে সত্য, ন্যায়নীতি ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। মানুষকে সচ্চরিত্রবান আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সর্বোপরি রাসুল (সা.)-এর অনুপম আদর্শের অনুসারী হয়ে জীবন পরিচালনা করতে পারলে আল্লাহর রহমত লাভ করতে পারবে। আউলিয়ায়ে কেরামগন সারাজীবন মানুষকে এই শিক্ষাই দিয়ে গেছেন। হযরত খাদিমানী ছাহেব (রহ.) ও তাঁর খেদমতের মাধ্যমে মানুষের মনে স্থান করে নিয়েছেন।
মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী শনিবার বাদ মাগরিব থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসা কনফারেন্স হলে মরহুম খাদিমানী ছাহেব (রহ.)-এর ঈসালে সওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দীন চৌধুরী, ভাইস-চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুস সবুর, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহসিন মর্তুজা চৌধুরী টিপু।
থানাবাজার মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা নজমুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোশাহীদ আহমদ কামালী, থানাবাজার লতিফিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দীন ছাহেবজাদায়ে খাদিমানী, বরকতপুর মান্নানিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ওলিউর রহমান ছাহেবজাদায়ে শিঙ্গাইরকুড়ী।
মাহফিলে প্রতিকুল আবহাওয়াকে উপেক্ষা করে বিপুল সংখ্যক ধর্মপ্রান মানুষ অংশগ্রহন করে।