থানাবাজারে খাদিমানী হুজুরের ঈসালে সাওয়াব মাহফিল আজ

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর অন্যতম খলীফা, প্রখ্যাত ওলী মরহুম ক্বারী মাওলানা আব্দুল লতিফ খাদিমানী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল আজ শনিবার বাদ জোহর থেকে তারই হাতেগড়া প্রতিষ্ঠান থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।

শায়খুল হাদীস হযরত আল্লামা হাবিবুর রহমান (মুহাদ্দিস ছাহেব) -এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী, ছাহেবজাদায়ে ফুলতলী। এ ছাড়াও বরণ্য উলামায়ে কেরাম আলোচনা পেশ করবেন। মাহফিলে এলাকার সর্বস্থরের ধর্মপ্রান মুসলমানদের উপস্থিতি কামনা করেছেন থানাবাজার মাদ্রাসার সুপার মাওলানা শিহাব উদ্দীন খাদিমানী।

নবীনতর পূর্বতন