সোনার বাংলা সমিতির বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন


সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
সিলেট বিভাগীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ট্র পদকপ্রাপ্ত জকিগঞ্জের সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড বার্ষিক আনন্দভ্রমন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল সাড়ে ৭ টায় সোনার বাংলা অফিসের সামনে থেকে দু'আর মাধ্যমে সমিতির সভাপতি জাফরুল ইসলামের নেতৃত্বে আনন্দভ্রমনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রায় অর্ধশতাধিক লোকের বহর নিয়ে জকিগঞ্জ থেকে শ্রীমঙ্গল বধ্যভুমী ও চা-বাগান, মাধবপুর লেক, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মৌলভীবাজার আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউট সহ গুরুত্বপূর্ণ পর্যটন স্পট ভ্রমন করা হয়। সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রিন্সিপাল মোঃ দুলাল মিয়ার সাথেও সৌজন্য সাক্ষাত করেন। সমিতির  শ্রীমঙ্গল ৭১ বধ্যভুমীতে বিজিবি ক্যান্টিনে সমিতির সেক্রেটারি আব্দুল মালেক মাহতাবের সার্বিক ব্যাবস্থাপনায় দুপুরের লাঞ্চ পরবর্তি মনোমুগ্ধকর র্যাফেল ড্রতে লটারীর কুপন কেটে প্রতিযোগীরা অংশ নেন।

প্রতিযোগিতায় যৌথভাবে ১ম স্থানে ৫ জন, ২য় স্থানে ৫ জন, ৩য় স্থানে ৫ জন এবং ৫ম স্থানে ৫ জন প্রতিযোগী বিজয়ী হন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আনন্দভ্রমন প্রোগ্রামের প্রধান অতিথি জকিগঞ্জ উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, বিশেষ অতিথি জকিগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন নজরুল, সিলেটের বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কালাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এনামুল হক মুন্না, সমিতির সহ-সভাপতি আব্দুল হান্নান হানু, সমিতির সাবেক সেক্রেটারি ফুয়াজ্জুল ইসলাম, জকিগঞ্জের বর্ণালী ক্লাবের সাধারন সম্পাদক জালাল খাঁন, ব্যাবসায়ী রুহুল আমিন ছোটন, নাজমুল হাসান নিজাম প্রমুখ।

নবীনতর পূর্বতন