জকিগঞ্জে বখাটে কর্তৃক দিনদুপুরে স্কুলছাত্রী ধর্ষন



সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
জকিগঞ্জে বখাটে টমটম চালক কর্তৃক দিনদুপুরে এক স্কুলছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষিতা জোবেদআলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সোমবার স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে টমটম গাড়ীতে ধর্ষনের শিকার হয় এই ছাত্রী। গাড়ীর সকল যাত্রী তাদের নিজেদের বাড়ীর রাস্তায় নেমে গেলে বাদেজমা গ্রামের এক ছাত্রীকে একা পেয়ে বখাটে চালক সোনারগ্রামের মৃত কালা মিয়ার ছেলে নাজিম আহমদ (২২) ও তার সহযোগী নালুচক গ্রামের আব্দুস সালামের ছেলে কাওসার আহমদ (২১) ছাত্রীটিকে পূর্ব মজলি গ্রামের মিনু মিয়ার বাড়ীর পাশে ধর্ষন করে। চিৎকার শুনে মিনু মিয়া এসে রক্তাক্ত অবস্থায় ঐ স্কুল ছাত্রীকে উদ্ধার করে অভিভাবকের মাধ্যমে জকিগঞ্জ সরকারি হাসপাতালে পাঠান। পরে জকিগঞ্জ সরকারি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

নবীনতর পূর্বতন