সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ চৌধুরীকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী ইশতিয়াককে সোমবার দুপুরে নগরীর মধুবন সুপার মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে অভিযান চালিয়ে ইশতিয়াককে গ্রেপ্তার করা হয়। পেশায় আইনজীবী ইশতিয়াক সিলেটের জকিগঞ্জের পিল্লাকান্দি গ্রামের মৃত সায়েক আহমেদ চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে নগরীর উপশহর এলাকার বাসিন্দা। তাকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়।