সাপ্তাহিক সবুজ প্রান্ত :::::
ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রচারণা চলছে তা সত্য নয়, গুজব বলে জানিয়েছে সরকার। শনিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের যোগ্যতা এইচএসসি এবং মেম্বার পদের যোগ্যতা এসএসসি নির্ধারণ করে সরকার আইন পাস করেছে বলে ফেসবুকে প্রচারণা চালানো হচ্ছে।
এ প্রসঙ্গে তথ্য বিবরণীতে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদের যোগ্যতার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে তথ্য বিবরণীতে।
বিষয়
জাতীয়